ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

কক্সবাজার বেতারে অনিয়ম তদন্তে কমিটি: তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
কক্সবাজার বেতারে অনিয়ম তদন্তে কমিটি: তথ্য প্রতিমন্ত্রী মতবিনিময়কালে বক্তব্য রাখছেন তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান বলেছেন, কক্সবাজার বেতারে নানা অনিয়মের অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শিগগির এ কমিটি কক্সবাজারে এসে তদন্ত শুরু করবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।  

মুরাদ হাসান বলেন, কক্সবাজার বেতারের নানা অনিয়মের বিষয়টি আমি আগে থেকেই অবগত।

বিষয়টি মন্ত্রণালয় খুব গুরুত্বসহকারে বিবেচনা করছে। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মুরাদ বলেন, কক্সবাজার বেতার কেন্দ্রটি আর অবহেলিত থাকবে না। অন্যান্য কেন্দ্রের মতো এ কেন্দ্রটির উন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

সভায় বেতারশিল্পী সমন্বয় পরিষদের কর্মকর্তারা কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালকের নানা অনিয়ম-দুর্নীতি ও অনৈতিক কার্যকলাপসহ নানা সংকটের বিষয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন এবং লিখিত অভিযোগ দেন।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহেরের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সরওয়ার কামাল, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহম্মদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য অ্যাডভোকেট আয়াছুর রহমান, দৈনিক কক্সবাজারের সম্পাদক মো. মুজিবুর ইসলাম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নজিবুল ইসলামসহ কক্সবাজারে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদের সভাপতি ও বেতারের সংগীত প্রযোজক অধ্যাপক রায়হান উদ্দিন, নির্বাহী সভাপতি ও বেতারের নাট্য প্রযোজক জসীম উদ্দিন বকুল, সাধারণ সম্পাদক ও নাট্য প্রযোজক স্বপন ভট্টাচার্য্য, কক্সবাজার রেডিও এনাউন্সারস ক্লাবের সভাপতি সুনীল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম লিপু।

সম্প্রতি কক্সবাজারে বেতারের আঞ্চলিক পরিচালক মাহফুজুল হকের কোটি টাকার আর্থিক অনিয়মসহ নানা অনৈতিক কার্যকলাপ নিয়ে বাংলানিউজটোয়েন্টিফোর.কম কয়েক দফা সংবাদ প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হলো।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এসবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।