শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠি সদর উপজেলার তেরোআনা শাহ মাহমুদিয়া সিনিয়র মাদ্রসা চত্বরে মানববন্ধন করেন স্থানীয়রা।
মানববন্ধনে অভিযুক্ত অধ্যক্ষ এসএম কামাল হোসাইনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট অধ্যক্ষ এসএম কামাল হোসাইন নিজ মাদ্রাসার অস্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন। এছাড়া দরিদ্র পরিবারের এ মেয়েটিকে দুই বছর নিজের বাড়িতে রেখে যৌন নির্যাতন করে আসছিলেন অধ্যক্ষ কামাল। কিন্তু গত ১৫ আগস্ট সর্বপ্রথম তার স্ত্রীর কাছে বিষয়টি ধরা পড়লে জানাজানি হয়।
এ ঘটনায় মেয়েটিকে একদিন আটকে রাখে অধ্যক্ষের পরিবার। খবর পেয়ে ১৭ আগস্ট পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। ঘটনার পর অধ্যক্ষ কামাল পালিয়ে যান।
পরবর্তীতে মেয়েটির বাবা অধ্যক্ষ কামালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এমএস/এসএ