শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার তস্তিপুর গ্রামের তালতলা বালিগাঁও ডহরী খাল থেকে ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে।
রাব্বি ঢাকার পাঁচভাই ঘাটলেন, ধোলাইখাল এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে।
ঢাকার সদরঘাট স্টেশন ফায়ার সার্ভিসের ডুবুরি ইমরান মৃধা জানান, ঢাকার ধোলাইখাল থেকে মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে নানা আব্দুল খালেকের বাড়িতে বেড়াতে আসে রাব্বির পরিবার। গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাবা, মা ও খালার সঙ্গে গোসল করতে যায় রাব্বি। খালে নেমে কিছুদূর সামনে গিয়ে ডুবে যায় রাব্বি। এসময় বাবা, মা ও খালা সাঁতার না জানায় বাঁচাতে পারেনি রাব্বিকে। তাদের চোখের সামনেই ডুবে যায় রাব্বি।
ডুবুরি দলের লিডার মো. এবাদুল্লাহ জানান, খবর পেয়ে ঢাকা থেকে এসে শুক্রবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকাল থেকে উদ্ধারকাজ চালালে দুপুর দেড়টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
রাব্বির নানা আব্দুল খালেক বলেন, দুইদিন আগে তারা আমার বাড়িতে আসে। এরপর পরিবারের সঙ্গে খালে গোসল করতে যায়। সাঁতার না জানার কারণে বাবা, মা ও খালার চোখের সামনেই ডুবে যায় রাব্বি। তারা কেউ সাঁতার না জানায় তাকে উদ্ধার করতে পারেনি।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
আরএ