ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

‘ক্ষমতা বিকেন্দ্রীকরণ হলে দুর্নীতি কমবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
‘ক্ষমতা বিকেন্দ্রীকরণ হলে দুর্নীতি কমবে’

ঢাকা: ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হলে দুর্নীতি কমবে বলে মনে করেন অর্থনীতিবিদ ও সাবেক বিশ্বব্যাংকের ঢাকা অফিসের লিড ইকনোমিস্ট ড. জাহিদ হোসেন। তবে সেটি একক কোনো দিকে বিকেন্দ্রীকরণ করলে হবে না। রাজস্ব আদায়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণও করতে হবে। তাহলেই দুর্নীতি কমানো সম্ভব হবে বলে জানান তিনি।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে মহাখালীর ব্র্যাক সেন্টারে চতুর্থ দক্ষিণ এশিয়া অর্থনৈতিক নেটওয়ার্ক কনফারেন্স ২০১৯ এবং সাবন্যাশনাল ফিন্যান্স অ্যান্ড লোকাল সার্ভিস ডেলিভারি শীর্ষক আলোচনা শেষে সাংবাদিকদে সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দুর্নীতি নিয়ে ভারতের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ভারতে দুই দিক থেকে দুর্নীতি মাপা হয়েছে।

একটি ধারণাগত দিক থেকে, অপরটি সেবা নিতে গিয়ে সরাসরি অভিজ্ঞতা থেকে। এতে দেখা যায়, ধারণাগত দিক থেকে দুর্নীতির তথ্য বেশি পাওয়া গেছে। মানুষ ধারণা করছে দুর্নীতি বেশি হচ্ছে।  

তবে এও বলা হচ্ছে, দুর্নীতির বিষয়ে যাদের বাস্তব অভিজ্ঞতা আছে, তারা তা প্রকাশ করতে চান না। কেননা তাকে তো ওই ব্যক্তির কাছে সেবা নিতে আবারও যেতে হবে। যদি জানাজানি হয় সে-ই ঘুষ দিয়ে তা প্রচার করেছে, তাহলে তার হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্থানীয় সুশীল সমাজ সক্রিয় থাকলে দুর্নীতি কমে যাবে।  

এক্ষেত্রে অর্থনৈতিকের পাশাপাশি রাজনৈতিক ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণও করতে হবে। তাহলেই দুর্নীতি কমে যেতে পারে বলে তিনি মনে করেন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯ 
এসএমএকে/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।