ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
বাংলাদেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি: বাংলানিউজ

গাজীপুর: স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশ এখন সারাবিশ্বের কাছে এক‌টি বিস্ময়কর দেশ। এ দেশ আ‌রও এ‌গিয়ে যাবে। এ অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না। সারা দেশেই উন্নয়ন কাজ চলছে।

শ‌নিবার (০৭ সে‌প্টেম্বর) গাজীপু‌র সি‌টি করপোরেশনের (জিসিসি) উদ্যোগে ডেঙ্গু প্র‌তিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেনতামূলক আলোচনা সভা ও বি‌ভিন্ন উন্নয়নমূলক কাজের ফলক উন্মোচন এবং সাংস্কৃ‌তিক অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্তব্যে তিনি এ কথা ব‌লেন।

তাজুল ইসলাম বলেন, গাজীপুর সি‌টিকে এক‌টি অনন্য নগ‌রীতে প‌রিণত করা হবে।

এ সিটিকে স্মার্ট সি‌টিতে রূপান্তরিত করার চিন্তা কর‌ছি। ই‌তোম‌ধ্যে বি‌দেশি সংস্থা যোগাযোগ করেছে।

তিনি বলেন, আমরা ছোট এক‌টি প্রকল্প বাস্তবায়নের প‌র বৃহত্তর এক‌টি প্রকল্প নি‌চ্ছি গাজীপুরের রাস্তা-ঘাট, কালভার্ট ও ব্রিজসহ সামগ্রিক উন্নয়নের জন্য। এখানে অসংখ্য শিল্প কারখানা রয়েছে। গাজীপুরে যে সুযোগ আছে সেগুলোকে কাজে লা‌গিয়ে এ নগরীকে সারা ‌দেশে উদাহরণ সৃ‌ষ্টি করতে পারবো।

মন্ত্রী বলেন, এ সব উন্নয়ন বাস্তবায়ন করতে প্রচুর টাকার প্রয়োজন। এ টাকা সংগ্রহের পর্যাপ্ত সুযোগ রয়েছে। আমরা হয়তো দুই হাজার কো‌টি টাকা অথবা ১০ হাজার কো‌টি টাকা দিতে পারবো। এ টাকা দিয়ে গাজীপুরের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে না। লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে প্রচুর টাকা লাগবে। এজন্য নগরবাসীকে রাজস্ব দেওয়ার আহবান জানান মন্ত্রী।  

গাজীপু‌র সিটির উন্নয়ন কাজে মেয়র মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে সহযো‌গিতা করতে নগরবাসীর প্র‌তিও আহবান জানান স্থানীয় সরকারমন্ত্রী।

সভায় জিসিসি মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর সিটির উন্নয়নের জন্য ব্যাপক পরিকল্পনা রয়েছে। আমি দায়িত্ব গ্রহণের সময় গাজীপুরকে একটি ডাস্টবিনের শহর হিসেবে পেয়েছি। তাই বর্জ্য ব্যবস্থাপনা ও এডিস মশা নির্মূলকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমি গাজীপুরকে আদর্শ নগর ও গ্রিন সিটি এবং ক্লিন সিটিতে পরিণত করতে চাই।

মেয়র মুহাম্মদ জাহাঙ্গীর আল‌মের সভাপ‌তি‌ত্বে সভায় আরও বক্তব্য রাখেন গাজীপুর সংর‌ক্ষিত আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএম‌পি) ক‌মিশনার মো. আনোয়ার হোসেন এবং ‌জেলা প্রশাসক এসএম ত‌রিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী ৩০টি প্রক‌ল্পের উন্নয়নমূলক কাজের ফলক উন্মোচন করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।