সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ভবানী দাস উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর দাসপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশী সুমা দাস ও জিতেন দাসের সঙ্গে ভবানী দাসের কথা কাটকাটি হয়। একপর্যায়ে সুমা দাস ও জিতেন দাস ক্ষুব্ধ হয়ে ভবানীকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, এটা হত্যা কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়না-তদন্তের জন্য দুপুরে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়না-তদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
আরএ