ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ভুরুঙ্গামারীতে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
ভুরুঙ্গামারীতে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পুলিশের হাতে আটক ফরমান আলী, ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ফরমান আলী (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ছোটখাটামারী মিলনী স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ছোটখাটামারী মিলনী স্কুলপাড়া গ্রামের মৃত তনি পোদ্দারের ছেলে ফরমান আলী তার প্রতিবেশী এক শিশুকে চকলেটের প্রলোভন দিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। এরপর ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে  এলে ফরমান আলী পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এরপর রাতেই শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযান চালিয়ে ফরমান আলীকে গ্রেফতার করে পুলিশ।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বাংলানিউজকে বলেন, ফরমান আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে সোমবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ