ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা কার্যক্রম বিষয়ক সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা কার্যক্রম বিষয়ক সেমিনার সেমিনারে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের নিজস্ব মাতৃভাষায় শিক্ষা গ্রহণের এক বছরের অভিজ্ঞতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে মাতৃভাষার শিক্ষা কার্যক্রম এক বছরপূর্তি ও মাতৃভাষার শিক্ষা গ্রহণের এক বছরের অভিজ্ঞতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
 
এক বছরপূর্তি ও মাতৃভাষার শিক্ষা গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিব উল্যাহ মারুফ, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দীন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ-পরিচালক জীতেন চাকমাসহ উপজেলা শিক্ষা কর্মকর্তারা। সেমিনারে  জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
 
সেমিনারে বক্তারা বলেন, জাতিকে উন্নত দেশে গড়ে তুলতে হলে নিজস্ব মাতৃভাষা প্রাধান্য দিতে হবে। প্রশিক্ষণ শিক্ষকরা অন্যান্য ভাষাসহ নিজস্ব মাতৃভাষায় শিক্ষা অর্জন করে শিক্ষার্থীদের তা শেখাতে হবে বলেও মন্তব্য করেন।
 
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ