ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

নারী ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
নারী ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন বাংলাদেশ নারী ক্রিকেট দল

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে থাইল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপের মূলপর্বে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। 
 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০৯ সেপ্টেম্বর) মন্ত্রিসভা বৈঠকে এই অভিনন্দন জানানো হয়। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এই বৈঠক হয়।


 
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ায় এবং বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় মন্ত্রিসভা তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করেছে।
 
গত ৭ সেপ্টেম্বর স্কটল্যান্ডের ডান্ডির ফর্টহিলে অনুষ্ঠিত বাছাই পর্বের ফাইনাল ম্যাচে থাইল্যান্ডকে ৭০ রানের বড় ব্যবধানে হারায় সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটি। এই জয়ের ম্যাচে অপরাজিত ৭১ রান করে বড় ভূমিকা পালন করেন ওপেনার সানজিদা ইসলাম।
 
২০২০ সালে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের মেয়েরা অংশ নেবে।
 
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ