জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত নির্বাহী প্রকৌশলী মো. মুনির হোসেনকে পরবর্তী পদায়নের জন্য সোমবার (০৯ সেপ্টেম্বর) এই নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
ঢাকা শহরের উত্তরাঞ্চলের প্রবেশমুখের যানজট কমাতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।
রাজধানীর বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর-ধউর-বড় আশুলিয়া-জিরাবো-বাইপাইল হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হবে ১৬ হাজার ৯০১ কোটি টাকা।
প্রকল্প বাস্তবায়িত হলে সাভার, আশুলিয়া, নবীনগর ও ইপিজেড সংলগ্ন শিল্প এলাকার যানজট নিরসন হবে। এছাড়াও উত্তর-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ আশুলিয়া-নবীনগর-বাইপাইল হয়ে দ্রুততার সঙ্গে ঢাকায় আসতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এমআইএইচ/জেডএস