ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকা-আশুলিয়া উড়াল সড়ক প্রকল্পের প্রকৌশলী নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
ঢাকা-আশুলিয়া উড়াল সড়ক প্রকল্পের প্রকৌশলী নিয়োগ

ঢাকা: রাজধানীর ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক) নির্মাণ প্রকল্পের জন্য নির্বাহী প্রকৌশলী নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত নির্বাহী প্রকৌশলী মো. মুনির হোসেনকে পরবর্তী পদায়নের জন্য সোমবার (০৯ সেপ্টেম্বর) এই নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

ঢাকা শহরের উত্তরাঞ্চলের প্রবেশমুখের যানজট কমাতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।

রাজধানীর বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর-ধউর-বড় আশুলিয়া-জিরাবো-বাইপাইল হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হবে ১৬ হাজার ৯০১ কোটি টাকা।

প্রকল্প বাস্তবায়িত হলে সাভার, আশুলিয়া, নবীনগর ও ইপিজেড সংলগ্ন শিল্প এলাকার যানজট নিরসন হবে। এছাড়াও উত্তর-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ আশুলিয়া-নবীনগর-বাইপাইল হয়ে দ্রুততার সঙ্গে ঢাকায় আসতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ