ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

অফিস না করেই বেতন নিচ্ছেন বামনা পরিসংখ্যান কর্মকর্তা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
অফিস না করেই বেতন নিচ্ছেন বামনা পরিসংখ্যান কর্মকর্তা  উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার (জেএসএ) কক্ষ ও ইনসেটে মো. আলমগীর হোসেন। ছবি: বাংলানিউজ

বরগুনা: বরগুনার বামনা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (জেএসএ) মো. আলমগীর হোসেন কর্ম এলাকায় যোগদানের পর থেকেই মাসে একদিন আবার কোনো মাসে দু’দিন অফিস করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে অনুপস্থিত থাকলেও বেতন তোলার দিন ঠিকই হাজিরা খাতায় মাসের সম্পূর্ণ সই করে বেতন তুলে নিচ্ছেন।

সোমবার (৯ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বামনা পরিসংখ্যান অফিস কার্যালয়ে সরেজমিনে গেলে তার বসার চেয়ারটি খালি পড়ে থাকতে দেখা যায়।

এসময় অফিসে থাকা চেইনম্যান মো. আশিকুর রহমানের সঙ্গে কথা হয় বাংলানিউজের প্রতিনিধির।

আশিকুর রহমান জানান, স্যারে মাসে দুই তিন দিন অফিসে আসেন। তাছাড়া তিনি বরগুনায় থাকেন। অফিসে আমি থাকি যাতে অফিস বন্ধ না থাকে।

অভিযুক্ত বামনা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (জেএসএ) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, “আজ আমি অসুস্থ তাই ছুটিতে আছি। নিউজ না করে বরগুনায় আসেন, আমার সঙ্গে দেখা করে অবশ্যই চা খেয়ে যাবেন। ”

বরগুনা জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নুরুল আমিন বাংলানিউজকে জানান, গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আলমগীর হোসেন বামনা অফিসে যাননি। সেদিন ছুটিও নেননি। তবে আজ (সোমবার ৯ সেপ্টেম্বর) তিনি লিখিত ছুটিতে আছেন। আপনাদের মাধ্যমে জানলাম তিনি অফিসে ঠিকমতো যান না। এরপর অনিয়ম হলে বিষয়টি আমি দেখবো।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ