এদিকে অনুপস্থিত থাকলেও বেতন তোলার দিন ঠিকই হাজিরা খাতায় মাসের সম্পূর্ণ সই করে বেতন তুলে নিচ্ছেন।
সোমবার (৯ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বামনা পরিসংখ্যান অফিস কার্যালয়ে সরেজমিনে গেলে তার বসার চেয়ারটি খালি পড়ে থাকতে দেখা যায়।
আশিকুর রহমান জানান, স্যারে মাসে দুই তিন দিন অফিসে আসেন। তাছাড়া তিনি বরগুনায় থাকেন। অফিসে আমি থাকি যাতে অফিস বন্ধ না থাকে।
অভিযুক্ত বামনা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (জেএসএ) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, “আজ আমি অসুস্থ তাই ছুটিতে আছি। নিউজ না করে বরগুনায় আসেন, আমার সঙ্গে দেখা করে অবশ্যই চা খেয়ে যাবেন। ”
বরগুনা জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নুরুল আমিন বাংলানিউজকে জানান, গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আলমগীর হোসেন বামনা অফিসে যাননি। সেদিন ছুটিও নেননি। তবে আজ (সোমবার ৯ সেপ্টেম্বর) তিনি লিখিত ছুটিতে আছেন। আপনাদের মাধ্যমে জানলাম তিনি অফিসে ঠিকমতো যান না। এরপর অনিয়ম হলে বিষয়টি আমি দেখবো।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
আরএ