ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রাম-সোনাহাট স্থলবন্দর পর্যন্ত রেললাইনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
কুড়িগ্রাম-সোনাহাট স্থলবন্দর পর্যন্ত রেললাইনের দাবি মানববন্ধন, ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রাম থেকে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণসহ ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের রায়গঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার শত শত মানুষ অংশ নেন।

কুড়িগ্রাম জেলা রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের জেলা সভাপতি তাজুল ইসলাম, সাবেক সহ-সভাপতি প্রভাষক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ, মামুনুর রশিদ মামুন প্রমুখ।

বক্তারা বলেন, এ রুটে নব্বুই দশকে রেললাইন ছিলো। বিদেশিদের পরামর্শে তা তুলে দেওয়া হয়। কুড়িগ্রামকে যদি উন্নত জেলা করতে হয়। তাহলে নাগেশ্বরী হয়ে সোনাহাট পর্যন্ত রেল যোগাযোগের আওতায় আনতেই হবে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ