ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
আশুলিয়ায় পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় পোশাক শ্রমিককে (২১) তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে কাইয়ূম (৩৪) ও তুহিন আলম (২৫) নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়।

এর আগে রোববার (০৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ওই নারীকে তুলে নিয়ে উত্তর গাজীরচট এলাকার একটি পরিত্যক্ত ঘরে পালাক্রমে ধর্ষণ করে কাইয়ূম ও তুহিন।

পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

আটক ব্যক্তিরা হলেন-শেরপুর জেলার সদর থানার সাতমাড়িয়া গ্রামের মৃত মুরাদ হোসেনের ছেলে কাইয়ূম ও অপরজন পাবনা জেলার ঈশ্বরদী থানার মুসোরিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে তুহিন আলম।

পুলিশ জানান, গত রোববার রাত ১০টার ওই নারী কারখানা থেকে বাড়ি ফেরার পথে উত্তর গাজীরচট এলাকায় বখাটে কাইয়ূম ও তুহিন মুখে রুমাল দিয়ে তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী পরিত্যক্ত ঘরে পালাক্রমে ধর্ষণ করে। এই অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) ফজিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।