মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যু হয়। ফাতেমা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় নাজমুল হকের স্ত্রী।
মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ বি এম শামসুজ্জামান সেলিম বাংলানিউজকে জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ওই নারী গত ৩ সেপ্টেম্বর মমেক হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে গত ৭ সেপ্টেম্বর থেকে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) নেওয়া হয়। সেখানে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এ নিয়ে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
একে/আরআইএস/