ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

পাহাড় ধসে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে আহত ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
পাহাড় ধসে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে আহত ১৫ রাস্তায় ধসে পড়া পাহাড়ের মাটি

কক্সবাজার: পাহাড় ধসে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসময় পাহাড়ের মাটিচাপা পড়ে তিনটি সিএনজি অটোরিকশার চালকসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।

সেনাবাহিনীর ১৬ ইসিবির সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশার চালক মো. ইসমাইল বাংলানিউজকে বলেন, বিকেলে ভারী বর্ষণ শুরু হলে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পর্যটন স্পট এলাকায় সড়কের উপর হঠাৎ পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে। এসময় মাটিচাপা পড়ে তিনটি সিএনজি অটোরিকশা। এতে অন্তত ১৫ জন আহত হন।

তিনি আরও জানান, ঘটনার পর পর সেনাবাহিনীর ১৬ ইসিবির সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থা থেকে অটোরিকশা ও যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মিজানুর রহমান ঘটনা জানিয়ে বাংলানিউজকে বলেন, আমি ঘটনাস্থলে আছি। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন সড়কের উপর থেকে মাটি সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯ 
এসবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।