ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে (১০ সেপ্টেম্বর) দেশের বৃহত্তম সৈয়দপুর রেলকারখানার সামনে সাহেবপাড়ায়।
রেলওয়ের সৈয়দপুর পূর্ত বিভাগ সূত্র জানায়, নীলফামারীর সৈয়দপুর শহরে রয়েছে রেলওয়ের ৮০০ একর জমি।
এ ধরনের পরিস্থিতির মধ্যেও সাহেবপাড়ায় এল-১২৪ ও এল-৩৮ রেলওয়ে কোয়ার্টারের সামনে নর্দমা দখল করে তৈরি হচ্ছিল একটি বাড়ি। মো. সেলিম ও মুরাদ নামে দুই ব্যক্তি ওই স্থাপনা গড়ে তুলছিলেন।
তারা জানান, জায়গাটি খালি পড়েছিল তাই দখলে নিয়ে বাড়ি তৈরি করছিলাম। এভাবে অনেকে রেলের জমি দখল করে আছে। আমরা করলে দোষ কি?
পূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী তহিদুল ইসলাম জানান, দখলের খবর পেয়ে আমরা ওই এলাকায় ছুটে যাই। পরে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
আরএ