ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
সৈয়দপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: বাংলানিউজ

নীলফামারী: একদিকে উচ্ছেদ তৎপরতা অন্যদিকে রেলভূমি দখল করে চলছিল বাড়ি তৈরির প্রক্রিয়া। খবর পেয়ে হানা দেয় রেলওয়ের পূর্ত বিভাগ। গুড়িয়ে দেওয়া হয় ওই বাড়ি। 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে (১০ সেপ্টেম্বর) দেশের বৃহত্তম সৈয়দপুর রেলকারখানার সামনে সাহেবপাড়ায়।

রেলওয়ের সৈয়দপুর পূর্ত বিভাগ সূত্র জানায়, নীলফামারীর সৈয়দপুর শহরে রয়েছে রেলওয়ের ৮০০ একর জমি।

এর মধ্যে বেশির ভাগ দখল হয়ে গেছে। বাকিটাতে রয়েছে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা, কর্মকর্তা-কর্মচারীদের কোয়ার্টার ও একাধিক স্থাপনা। ওই দখল হওয়া সম্পত্তি উদ্ধারে রেলওয়ে কর্তৃপক্ষ গেল মাসে গণবিজ্ঞপ্তি জারি করে। সে অনুযায়ী আগামি ২৯ ও ৩০ সেপ্টেম্বর গণহারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কথা রয়েছে।  
এ  ধরনের পরিস্থিতির মধ্যেও সাহেবপাড়ায় এল-১২৪ ও এল-৩৮ রেলওয়ে কোয়ার্টারের সামনে নর্দমা দখল করে তৈরি হচ্ছিল একটি বাড়ি। মো. সেলিম ও মুরাদ নামে দুই ব্যক্তি ওই স্থাপনা গড়ে তুলছিলেন।  

তারা জানান, জায়গাটি খালি পড়েছিল তাই দখলে নিয়ে বাড়ি তৈরি করছিলাম। এভাবে অনেকে রেলের জমি দখল করে আছে। আমরা করলে দোষ কি?

পূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী তহিদুল ইসলাম জানান, দখলের খবর পেয়ে আমরা ওই এলাকায় ছুটে যাই। পরে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।