মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের দাবি নিহত রবি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
নিহত রবিউল ইসলাম রবি উপজেলার মাছপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের হোসেন খানের ছেলে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রবি রাজবাড়ী, কুষ্টিয়া, যশোর, মানিকগঞ্জসহ বিভিন্ন স্থানে ডাকাতি করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতদের অভ্যন্তরীণ কোন্দলে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়না-তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
আরএ