ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে যান চলাচল স্বাভাবিক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে যান চলাচল স্বাভাবিক  পাহাড় ধসে বন্ধ হওয়া মেরিন ড্রাইভ সড়ক

কক্সবাজার: পাহাড় ধসের কারণে প্রায় আড়াই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে আবার যানবাহন চলাচল শুরু হয়েছে।

সেনাবাহিনীর ১৬ ইসিবির সদস্য ও কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা  পাহাড়ের মাটি সরিয়ে সড়কটি পুনরায় সচল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি-তদন্ত মো. মিজানুর রহমান।

এর আগে ভারী বর্ষণের কারণে বিকেল সাড়ে ৪টার দিকে পাহাড়ের একটি অংশ ধসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় মাটিচাপা পড়ে তিনটি সিএনজি অটোরিকশার অন্তত ১৫ জন যাত্রী আহত হন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
এসবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।