সেনাবাহিনীর ১৬ ইসিবির সদস্য ও কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা পাহাড়ের মাটি সরিয়ে সড়কটি পুনরায় সচল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি-তদন্ত মো. মিজানুর রহমান।
এর আগে ভারী বর্ষণের কারণে বিকেল সাড়ে ৪টার দিকে পাহাড়ের একটি অংশ ধসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় মাটিচাপা পড়ে তিনটি সিএনজি অটোরিকশার অন্তত ১৫ জন যাত্রী আহত হন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
এসবি/এএ