মঙ্গলবার (১০ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
স্বপ্না চারিশিমলার বন্দ হাওর গ্রামের দুলু মিয়ার মেয়ে ও দক্ষিণ চারিশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
যদুনাথপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন জানান, সহপাঠীদের সঙ্গে বংশাই নদে গোসল করতে নেমে সবার অলক্ষ্যে ডুবে যায় স্বপ্না। তাকে না পেয়ে স্থানীয়রা খোঁজাখুজি শুরু করে। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর বিকেলে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় এলাকাবাসী।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
আরএ