মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আটক চার ডাকাত সদস্যরা হলেন- মহানগরের রাজপাড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে নুরু (২১), রাজপাড়ার চণ্ডিপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে রুবেল ইসলাম (২৫), মহানগরের দাশপুকুর ব্যাংক কলোনি এলাকার মশিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে মনির (২৩) ও চুয়াডাঙ্গার বোয়ালিয়া এলাকার শাহজাহান আলীর ছেলে টিপু সুলতান (২৫)।
পুলিশ জানায়, মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে লুট করা নগদ এক লাখ ১৭ হাজার টাকা, একটি মোবাইল ফোন, ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়েছে। বিকেলে আদালতের সোপর্দের পর তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পঠানো হয়।
রাজশাহীর অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বাংলানিউজকে জানান, গত ৬ সেপ্টেম্বর রাতে কাটাখালী থানাধীন পালপাড়ার ঢালে রাজশাহী থেকে নাটোরগামী একটি ওষুধ কোম্পানির মাইক্রোবাস থামিয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে ওষুধ কোম্পানির লোকজনকে মারধর করে অজ্ঞাত পরিচয় ছয় থেকে সাতজন ডাকাত সদস্য। এ সময় তারা কোম্পানির লোকজনের কাছ থেকে ওষুধ বিক্রির টাকাসহ স্বর্ণের আংটি ছিনিয়ে নেন। এ ঘটনায় থানায় মামলা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে ডাকাত সদস্য নুরুকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি তিনজনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
এসএস/আরআইএস/