ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রীলঙ্কা সফর শেষে ভারতের পথে নৌবাহিনীর ‘সমুদ্র অভিযান’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
শ্রীলঙ্কা সফর শেষে ভারতের পথে নৌবাহিনীর ‘সমুদ্র অভিযান’ বানৌজা সমুদ্র অভিযান জাহাজের অধিনায়ক কমান্ডার এম জহিরুল ইসলাম শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন।

ঢাকা: শ্রীলঙ্কায় তিন দিনের প্রশিক্ষণ সফর শেষে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘সমুদ্র অভিযান’ ভারতের উদ্দেশ্যে কলম্বো নৌ জেটি ত্যাগ করেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তিনদিনের প্রশিক্ষণ সফর শেষে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘সমুদ্র অভিযান’ দুপুরে কলম্বো নৌ জেটি ত্যাগ করে ভারতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

জাহাজটি জেটি ত্যাগের আগে শ্রীলংকা নৌবাহিনীর পশ্চিমাঞ্চল এরিয়ার সু-স্বজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে বিদায় জানায়। এ সময় শ্রীলঙ্কান নৌবাহিনীর পশ্চিমাঞ্চল এরিয়ার প্রতিনিধি ও কলম্বোতে নিয়োজিত বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।  

জাহাজটি পরবর্তী প্রশিক্ষণের অংশ হিসেবে আগামী ১৪ সেপ্টেম্বর ভারতের বিশাখাপত্তমে পৌঁছবে বলে আসা করা যায়। সেখানে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে। শ্রীলঙ্কা প্রশিক্ষণ সফর উপলক্ষে গত ৯ সেপ্টেম্বর বানৌজা সমুদ্র অভিযান ও শ্রীলঙ্কায় নিয়োজিত বাংলাদেশে হাই কমিশন জাহাজে শ্রীলঙ্কান নৌবাহিনীর সম্মানে এক ডিনারের আয়োজন করেন।

উক্ত ডিনারে প্রধান অতিথি হিসেবে শ্রীলংকান প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের সচিব জেনারেল এসএইচএস কোত্তেগোদা (অব.) উপস্থিত ছিলেন।  

এদিন সন্ধ্যায় শ্রীলঙ্কা নৌবাহিনীর পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এ সফরকালে শ্রীলংকা নৌবাহিনীর জুনিয়র অফিসাররা বানৌজা সমুদ্র অভিযান পরিদর্শন করেন। এছাড়া বানৌজা সমুদ্র অভিযানের অধিনায়ক শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চাল নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সুমিথ ইরা সিঙ্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

শ্রীলঙ্কার চিফ অব ডিফেন্স স্টাফ অ্যাডমিরাল আরসি বিজেগুনারত্নে, কমান্ডার অব শ্রীলঙ্কা নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল পিয়াল ডি সিলবা, কমান্ডার অব শ্রীলংকার বিমানবাহিনীর এয়ার মার্শাল ডিএলএস ডিয়াস উপস্থিত ছিলেন।

এছাড়া শ্রীলঙ্কায় অবস্থিত বিভিন্ন দেশের ডিফেন্স অ্যাডভাইজাররা এতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি একটি কেক কাটেন। বানৌজা সমুদ্র অভিযান জাহাজের অধিনায়ক কমান্ডার এম জহিরুল ইসলামের প্রধান অতিথিকে জাহাজের পক্ষ থেকে একটি শুভেচ্ছা স্মারক উপহার দেন।  

একই দিন দুপুরে শ্রীলঙ্কায় নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনার কমান্ডার এস আসলাম পারভেজ বানৌজা সমুদ্র অভিযান পরিদর্শন করেন।  

গত ৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা নৌবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর দলের মধ্যে কলম্বোর গোনোমো বেইসে এক প্রীতি বাস্কেটবল খেলা অনুষ্ঠিত হয়।  

এতে শ্রীলঙ্কা নৌবাহিনী দল ২৪-১৯ পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনী দলকে পরাজিত করে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর নৌবাহিনীর প্রশিক্ষণার্থী, কর্মকর্তা, ক্যাডেট, নাবিকসহ বিভিন্ন মন্ত্রণালয়/বাহিনী/সংস্থা থেকে মোট ২৫৭ জন সদস্য নিয়ে বানৌজা সমুদ্র অভিযান চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগ করে।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।