ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

শাজাহানপুরে ট্রাকচাপায় নিহত ২ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
শাজাহানপুরে ট্রাকচাপায় নিহত ২ 

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার নন্দীগ্রাম উপজেলার তোফাজ্জল বারী বুলবুল (৪৫) ও শাজাহানপুরের মহিষমারার নুরুল ইসলাম শেখ (৪২)।

আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে বগুড়ামুখি একটি ট্রাক গোহাইল এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং আহত হন তিনজন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ আজিজ মণ্ডল বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় আহতদের শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক ও তার সহযোগী (হেলপার) পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।