মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার নন্দীগ্রাম উপজেলার তোফাজ্জল বারী বুলবুল (৪৫) ও শাজাহানপুরের মহিষমারার নুরুল ইসলাম শেখ (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে বগুড়ামুখি একটি ট্রাক গোহাইল এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং আহত হন তিনজন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ আজিজ মণ্ডল বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় আহতদের শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক ও তার সহযোগী (হেলপার) পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
এসআরএস