ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ডেঙ্গুজ্বরে খুমেকে এক নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
ডেঙ্গুজ্বরে খুমেকে এক নারীর মৃত্যু

খুলনা: ডেঙ্গুজ্বরে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিমা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার  (১০ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়। রহিমা সাতক্ষীরার তালা উপজের আজরাইল গ্রামের রফিকুল ইসলাম মোড়লের স্ত্রী বলে জানা গেছে।

খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে তাকে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ বর্তমানে খুমেকের আইসিইউতে রাখা হয়েছে।

এ নিয়ে খুলনায় ডেঙ্গুতে মোট ১১ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।