ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে একসঙ্গে ৩ সন্তানের জন্ম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
জয়পুরহাটে একসঙ্গে ৩ সন্তানের জন্ম

জয়পুরহাট: জয়পুরহাটে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন ববিতা পারভিন (২৬) নামে এক গৃহবধূ। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের মর্ডান জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে স্বাভাবিকভাবে এ তিন সন্তানের জন্ম দেন তিনি। এদের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে।

গৃহবধূ ববিতা জেলা শহরের পৌর মার্কেটের আশরাফিয়া লাইব্রেরির স্বত্বাধিকারী ও নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর চকচান্দিরা গ্রামের সামিউল ইসলাম বাবুর স্ত্রী।
 
সদ্য প্রসব হওয়া নবজাতক তিনটির বাবা সামিউল বাবু বাংলানিউজকে বলেন, তিন সন্তানসহ মা বর্তমানে সুস্থ রয়েছেন। আমার তিন সন্তানসহ পরিবারের সবার জন্য দোয়া প্রাথনা করছি।

এর আগে, এদিন সকাল ৭টার দিকে হঠাৎ প্রসব বেদনা অনুভুত হলে দ্রুত মর্ডান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করানো হয়। ভর্তির দুই ঘণ্টার পরই সফলভাবে কোনো অপারেশন ছাড়াই স্বাভাবিক অবস্থায় নবজাতকগুলোর জন্ম হয়।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।