মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব-১০।
আটকরা হলেন- শাকিল (২৮), সুজন হাওলাদার (২৫) ও রতন (৩২)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ শাকিলকে আটক করা হয়। একইদিন রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ সুজনকে আটক করা হয়।
অন্যদিকে, একইদিন বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবাসহ রতনকে আটক করা হয়। আটক ওই তিন জনের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এমএমআই/এসআরএস