মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর-গোরকমণ্ডল গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। জবদুল ওই গ্রামের মৃত জোনাব আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে জবদুলের মনোমালিন্য চলছিল। এরই জেরে মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অজান্তে বিষপান করেন জবদুল। টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলানিউজকে জানান, পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এফইএস/এসআরএস