কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে পাচারকালে অভিযান চালিয়ে ৫৭০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক রফিকুল আলম।
রফিকুল আলম জানান, বুধবার সকালে কিছু চোরাকারবারী দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার ঠোঁটারপাড়ায় মাদকপাচার করছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ৪৭ বিজিবি’র রামকৃষ্ণপুর বিওপি’র সদস্যরা।
এ সময় টের পেয়ে চোরাকারবারীরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করে তার ভেতর থেকে ৫৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।