বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল করিম এ আদেশ দেন।
জানা গেছে, ২০০৮ সালের ৩০ জানুয়ারি পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে গুরুতর আহত হয় দিনমজুর কাশেম।
এ ঘটনার পরদিন ১ ফেব্রুয়ারি কাশেমের বাবা জেবল হক সরদার বাদী হয়ে মোমিন গাজীরসহ ৬ জনে নামউল্লেখ করে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। পরে গলাচিপা থানার তদন্ত কর্মকর্তা একই বছরের ৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের বেকসুর খালাস ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কমল দত্ত ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুকুল।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এসএইচ