বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামগড়ের বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিওপ্রু রামগড়ের পাগলা পাড়া এলাকার ভুলি মারমার ছেলে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় রামগড়ের বিদ্যুৎ অফিসের সামনে ওষুধ বহনকারী একটি পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিওপ্রু মারা যান।
নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এডি/এনটি