সজীব যশোরের চৌগাছা উপজেলার কানিয়া এলাকার খোরশেদ বেপারীর ছেলে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শীতলক্ষ্যা নদীর সোনালিঘাটে এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বাংলানিউজকে জানান, শীতলক্ষ্যা নদীর সোনালিঘাটে নোঙ্গর করার সময় জাহাজ থেকে নেমে পাখায় জড়িয়ে পড়েন সজিব। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
ওএইচ/