ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
সিলেটে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

সিলেট: সিলেটে ট্রাক চাপায় তুহিন মুন্সি (১৭) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।  

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে শাহপরাণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

পেশায় সিএনজি অটোরিকশা চালক নিহত তুহিন মুন্সি সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের আলীবাগ গ্রামের মামুন মিয়ার ছেলে।

 
   
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকচালক হাসান আহমদকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন। তিনি নগরের শেখঘাট এলাকার খুর্শিদ আলীর ছেলে।   

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে তামাবিলের উদ্দেশে ছেড়ে যাওয়া বেপরোয়া গতির একটি ট্রাক (সিলেট-ট-১১-০৫৩৩) ঘটনাস্থলে বাইসাইকেলে থাকা তুহিনকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বাংলানিউজকে বলেন, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তুহিনের মৃত্যু হয়। জনতা ট্রাকচালকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এনইউ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।