মৃত দুই শিশু হলো- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর গ্রামের কৃষক শফিকুল ইসলামের ৯ দিন বয়সী কন্যা সামিয়া ও ইসলামপুরের গুঠাইল এলাকার কৃষক সোবাহান মিয়ার দুই দিন বয়সী কন্যা শিশু।
সামিয়ার নানী আজিমা বেগম বাংলানিউজকে বলেন, শ্বাসকষ্ট জনিত কারণে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আমার নাতী সামিয়াকে ভর্তি করি।
তিনি আরও বলেন, সামিয়ার মৃত্যুর পর চিকিৎসকেরা তার মুখ থেকে অক্সিজেন খুলে সোবাহানের দুই দিন বয়সী কন্যা শিশুর নাকে দেয়। এর পাঁচ মিনিট পরই ওই শিশুটিও মারা যায়।
এদিকে, মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ওই ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
এ বিষয়ে জামালপুর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে শিশু দুইটি মারা গেছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে ২৫ জনের ধারণ ক্ষমতা থাকলেও ৭০ জন শিশু ভর্তি রয়েছে। ওই দুই শিশুর অবস্থা খুবই খারাপ ছিল। স্যালাইন বা অক্সিজেন দেওয়ার কারণে মারা যাওয়ার কোনো কারণ নাই।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এনটি