ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীর পদ্মা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
রাজশাহীর পদ্মা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার ভাসমান মরদেহ দেখতে পদ্মাপাড়ে স্থানীয়রা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী মহানগরের আলুপট্টি এলাকার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে মরদেহ উদ্ধার করা হয়।

রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মণ বাংলানিউজকে বলেন, সকালে ওই  ব্যক্তির মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।  

ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি নিবারন।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।