ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

শত্রুতার জের মাছের ওপর!

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
শত্রুতার জের মাছের ওপর!

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরের শ্রী শ্রী মদন গোপাল দেব বিগ্রহ মন্দিরের ২.১০ একরের পুকুরে বিষ দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে স্থানীয় ও মন্দির কর্তৃপক্ষের নজরে এলে প্রশাসনসহ সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ, মৎস্য বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও মধুপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার পরিমল কান্তি গোস্বামী বাংলানিউজকে জানান, প্রায় ১০ লাখ টাকার পোনা মাছ ছেড়ে চাষের জন্য পুকুরের তত্ত্ববধায়ক করা হয়েছিল গোষ্ট সিংহ নামের একজনকে। তিনি যথারীতি চাষ করছিলেন। অনেক মাছ বিক্রি করার উপযুক্ত হয়েছিল। বৃগস্পতিবার রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে দেয়। এতে সব মাছ মরে ভেসে ওঠে।

সাধারণ সম্পাদক আঁখিমল চৌধুরী বাংলানিউজকে জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।