ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে বিনিয়োগে জার্মানি-ফ্রান্সের প্রতি আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
বাংলাদেশে বিনিয়োগে জার্মানি-ফ্রান্সের প্রতি আহ্বান

ঢাকা: বাংলাদেশে বিনিয়োগের জন্য জার্মানি ও ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ইউরোপের উন্নত দেশ দু’টির বিভিন্ন কোম্পানিকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন তিনি। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠক করে পিটার ক্লাসেনের নেতৃত্বে জার্মান এশিয়া প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল।

বৈঠকে ড. মোমেন বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানান প্রতিনিধিদলকে। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্জ উপস্থিত ছিলেন।

অন্যদিকে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জ্যাঁ মেরি শোয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ সময় ড. মোমেন ফ্রান্স-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বাংলাদেশে বিনিয়োগের জন্যও ফ্রান্সের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।