শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এরআগে, সকাল সাড়ে ৭টার দিকে বাজিতপুর উপজেলার হালিমপুর রেলস্টেশনে রেললাইন ভেঙে যাওয়ায় ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি হালিমপুর স্টেশন অতিক্রম করে চলে যায়। এরপর রেললাইন ভেঙে গেলে বিষয়টি ওই রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের কাছে ধরা পড়ে। পরে স্টেশনের ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুপুর ১২টার দিকে রেললাইন মেরামতের কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এনটি