ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জ থেকে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
কিশোরগঞ্জ থেকে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

কিশোরগঞ্জ: রেললাইন ভেঙে যাওয়ায় দীর্ঘ সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর কিশোরগঞ্জ থেকে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এরআগে, সকাল সাড়ে ৭টার দিকে বাজিতপুর উপজেলার হালিমপুর রেলস্টেশনে রেললাইন ভেঙে যাওয়ায় ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি হালিমপুর স্টেশন অতিক্রম করে চলে যায়। এরপর রেললাইন ভেঙে গেলে বিষয়টি ওই রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের কাছে ধরা পড়ে। পরে স্টেশনের ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুপুর ১২টার দিকে রেললাইন মেরামতের কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।