ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল

ব‌রিশাল: বরিশাল নগরে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরের সদর রোডে মহানগর রিকশা-ভ্যানচালক-শ্রমিক ইউনিয়ন, ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম কমিটি ও শ্রমিক ফ্রন্টের আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন রিকশা ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক ও পরিচালনা করেন শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম।

বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি তুষার সেন, ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম কমিটির সংগঠক বাবুল তালুকদার, রিকশা ইউনিয়নের সদস্য জাকির হোসেন।

এসময় বক্তারা বলেন, প্রশাসন কর্তৃক রিকশা শ্রমিকদের পেটে লাথি মারার এ নির্মম অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে। এই ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের জন্য ভিন্ন রাস্তা নির্দিষ্ট করা হোক, নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হোক। কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা না রেখে রিকশাচালকদের ওপর এ অভিযান চালানো অত্যন্ত অমানবিক ও অন্যায়।

বক্তারা অবিলম্বে এ সংকটের একটি মানবিক সমাধান করার জন্য সিটি করপোরেশন ও প্রশাসনের কাছে আহ্বান জানান।

বাংলা‌দেশ সময়: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।