শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরের সদর রোডে মহানগর রিকশা-ভ্যানচালক-শ্রমিক ইউনিয়ন, ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম কমিটি ও শ্রমিক ফ্রন্টের আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন রিকশা ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক ও পরিচালনা করেন শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম।
বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি তুষার সেন, ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম কমিটির সংগঠক বাবুল তালুকদার, রিকশা ইউনিয়নের সদস্য জাকির হোসেন।
এসময় বক্তারা বলেন, প্রশাসন কর্তৃক রিকশা শ্রমিকদের পেটে লাথি মারার এ নির্মম অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে। এই ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের জন্য ভিন্ন রাস্তা নির্দিষ্ট করা হোক, নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হোক। কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা না রেখে রিকশাচালকদের ওপর এ অভিযান চালানো অত্যন্ত অমানবিক ও অন্যায়।
বক্তারা অবিলম্বে এ সংকটের একটি মানবিক সমাধান করার জন্য সিটি করপোরেশন ও প্রশাসনের কাছে আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এমএস/এইচএডি