শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার গর্জনিয়া সেতুর পূর্বপাশে বাঁকখালী নদীর বালুচর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মাংপা ম্রোর বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের চড়ূইপাড়া গ্রামে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বাঁকখালী নদীর বালুচরে মরদেহটি দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত রায় দীপ্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাননিউজকে জানান, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কোয়াইঝিরি এলাকা থেকে গরু পার করতে গিয়ে বাঁকখালী নদীতে ডুবে নিখোঁজ হন মাংপা ম্রো। ঘটনার একদিন পর শুক্রবার নদীর বালুচর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
এসবি/আরবি/