রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিএস-ভারপ্রাপ্ত) সাজ্জাত হোসেন।
তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় রুটে বিভিন্ন ট্রেনে গত আগস্ট মাসে পরিচালিত বিশেষ টিকিট চেকিং অভিযানে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১৪ হাজার ৫৩৩ জন যাত্রীর কাছ থেকে ৩৯ লাখ ৬২ হাজার ২শ’ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।
মাসব্যাপী এ অভিযানে রেলওয়ের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় ২০ জন টিটিই (টিকিট পরীক্ষক) দায়িত্ব পালন করেন।
এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান রেলওয়ের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এসআরএস