রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ওসমানী পৌর স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, নারায়ণগঞ্জ জেলার ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী-রানারআপ দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
তিনি বলেন, এর আগেও এমন হয়েছিল।
শিক্ষার্থীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, আমরা চাই, যেটা করতে পারিনি, তোমরা সেখানে সফলতা পাও। প্রত্যেক বাবা-মায়ের চিন্তা, সন্তান যেন জীবনে ভালো করে। মানুষ যেন তার সন্তানের পরিচয়ে বাবা-মাকে চেনে। তোমরা অনেক ভাগ্যবান। কারণ, আজ যে সুবিধা পাচ্ছো, ২৫-৩০ বছর আগে আমরা তা পাইনি।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন,যখন নারায়ণগঞ্জের সবচেয়ে প্রভাবশালী ছাত্রনেতা ছিলাম, আমার কথায় হাজার হাজার ছাত্র এক মিনিটের মধ্যে নেমে যেতো। আমি তখন তোলারাম কলেজের ভিপি, সেখানে নয়শ’ টাকার জন্য পরীক্ষার ফরম ফিলআপ করতে পারিনি। বাবু জীবন কানাই চক্রবর্তী স্যার নিজের পকেট থেকে টাকা দিয়ে আমার ফরম ফিলআপ করে দেন। শিক্ষকদের চরিত্র এটাই হওয়া উচিত। এই ঘটনা ১৯৮২ সালের, আর এখন ২০১৯। আমি এখনো সেই শিক্ষককে মনে করি ও আমার পিতার আসনে বসাই।
জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শামীম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আকতার।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
একে