সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের পৌরঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সোহেল ঢাকায় বসবাসরত আব্দুল মজিদের ছেলে।
চাচা আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, সোহেলের মৃগি রোগ রয়েছে। সোমবার দুপুরের দিকে বাড়ি থেকে বেরিয়ে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হন সোহেল।
বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ ওই ব্যক্তির সন্ধানে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায় ডুবুরি দল। তবে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে আবারো উদ্ধার অভিযান চালানো হবে বলে জানা গেছে।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাসুদ সরদার বাংলানিউজকে বলেন, বাগেরহাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় খুলনা থেকে বিশেষ ডুবুরি দল আনা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা উদ্ধার অভিযান চালালেও সোহেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল আবারো অভিযান চালানো হবে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এসআরএস