সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম কক্সবাজার শহরের কালুর দোকান এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রামু বাইপাস সংলগ্ন রামু কলেজ গেটের সামনের সড়কের ওপর দাঁড়িয়েছিলেন ব্যবসায়ী খোরশেদ। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে মোটরসাইকেলের চালকসহ স্থানীয় লোকজন খোরশেদকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, নিহত খোরশেদ আলম বাবুল একজন ব্যবসায়ী। তার মরদেহ ময়না তদেন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬,২০১৯,
এসবি/এইচএডি