সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক তিনজন হলো- নান্নু মিয়া (২৮),তালিম হোসেন (২৮) ও মো. আপন (২৬)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৫ সেপ্টেম্বর) রাত আট টায় র্যাব-১০ এর একটি দল রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানে এক হাজার ১১৫ পিস ইয়াবাসহ দুই জন মাদকবিক্রেতাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়।
অন্যদিকে, ১৬ সেপ্টেম্বর বিকাল ৫টায় র্যাব-১০ এর আর একটি দল বংশাল এলাকায় অভিযান চালায়। অভিযানে একশত এক পিস ইয়াবাসহ মো. আপন (২৬) নামে এক মাদকবিক্রেতাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
এমএমআই/এইচএডি