সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
রিপন উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ফয়েজুল্লাহ্ খান রিপনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা একটি একনলা বন্দুক ও তিনটি কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়।
ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া একটি একনলা বন্দুক ও তিনটি গুলিসহ ৮ মামলার একজন পলাতক আসামিকে গ্রেপ্তারের বিষয়টি জানান।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার পর ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। সে একজন তালিকাভুক্ত ডাকাত ও মাদক বিক্রেতা।
বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এসএইচডি/এইচএডি