সোমবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাতে এসব ঘটনা ঘটে।
র্যাব ৩ (সিপিসি-৩) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, চনপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছিল মাদক ব্যবসায়ীরা।
পরে ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় গ্রেফতার রিপন ও জিয়াকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর সজীব, ফারুক, সাহেব আলী, মেহেদী, রমজান, মোহাম্মদ আলীসহ ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন র্যাব ৩ (সিপিসি-৩) এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস, সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার বসীর আহাম্মদসহ অন্য কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এইচএডি/