সোমবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত ৮টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউনতলা স্কুল সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, ওই বৃদ্ধ নামাজ আদায় করে রাস্তার পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এমএস/এএটি