মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা শিশু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল হাকিম বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কাছে ডেঙ্গু সন্দেহে ২০৩টি মৃত রোগীর তথ্য এসেছে।
তবে প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে বলে জানা যাচ্ছে দেশের বিভিন্নস্থান থেকে। এ সংখ্যা এখনও সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। হাসপাতালে ভর্তি হয়ে মৃত ৬০ জন ডেঙ্গু রোগীর মধ্যে গত এপ্রিলে দু’জন, জুনে ছয়জন, জুলাইয়ে ৩২ জন এবং আগস্ট মাসে ২৮ জনের মৃত্যু হয়।
এছাড়া ডেঙ্গুতে শিশুমৃত্যুর হার ও সর্বোচ্চ বলে জানা গেছে আইইডিসিআর সূত্রে। সরকারের এ গবেষণা প্রতিষ্ঠানটির মতে, ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যুর ৩৮ দশমিক ৫ শতাংশের বয়সই ১৮ বছরের নিচে। যাদের মধ্যে ১২ জনের বয়স ৫ থেকে ১৫ বছরের মধ্যে। যা মোট মৃত্যুর ২৩ দশমিক ১ শতাংশ।
ডেঙ্গুতে নিশ্চিত মৃত ৬০ জনের তথ্য বিশ্লেষণ করে আইইডিসিআরের বিশেষজ্ঞরা জানান, ৬৮ জনের মধ্যে ৪৭ জনের ডেঙ্গু শক সিন্ড্রোম এবং আট জনের হেমোরেজিক জ্বর ছিল। ২৩ জনের মধ্যে এর আগে ডেঙ্গু আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া মৃতদের মধ্যে ২২ জনের বয়সই ১৮ বছরের নিচে।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এমএএম/আরআইএস/