মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে র্যাব-১০ থেকে পাটানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ছয়জন হলো- রুবি (২৫), আসলাম(৩২), হৃদয় হাসান শুক্কুর (২৩), রাসেল (২৯), বিপ্লব হোসেন(৩১), ও ফয়সাল হোসেন সুমন(৩৩)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২ টায় র্যা্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে সাতশ’ ৫০ পিস ইয়াবসহ দুই মাদকবিক্রেতা রুবি (২৫) ও আসলামকে (৩২) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অন্যদিকে এদিন দুপুর এক টায় রাজধানীর ডেমরা এলাকায় র্যাব-১০ এর আরেকটি দল অভিযান চালায়। অভিযানে এক’শ ৯২পিস ইয়াবাসহ দুই জন মাদকবিক্রেতা হৃদয় হাসান শুক্কুর (২৩) ও রাসেলকে (২৯) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকেও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় র্যা্যাব-১০ এর একটি দল রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর কবরস্থান এলাকায় অভিযান চালায়। সেখান থেকে এক শত ৪৪ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা বিপ্লব হোসেন(৩১) ও ফয়সাল হোসেন সুমনকে (৩৩) আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ক্যাভার্ড ভ্যান ও দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এমএমআই/এসএ