নেত্রকোনায় গত কয়েকদিন ধরে কাঁচাবাজারগুলোতে সবজি তথা তরিতরকারির জন্য চলছে হাহাকার। ব্যবসায়ীদের মতে, বৃষ্টির কারণে আমদানি না থাকায় এই মন্দা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পৌর শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা আইনজীবী সহকারী সুশান্ত সাহা বাংলানিউজকে জানান, গত কয়েকদিন ধরে বাজারে তেমন সবজি নেই। দোকানদাররা ফাঁকা ঝুড়ি নিয়ে বসে সময় পার করছেন। হঠাৎ দু-একটি সবজি মিললেও আগুন ঝড়া দাম। তাও তাতে মান যে আছে তেমনটিও বলা যাবে না। বেশিরভাগ ক্ষেত্রেই সবজিগুলো নষ্ট বা পচা।
সুশান্ত সাহার মতো একই সুরে কথা বলেন শহরের কাটলি এলাকার বাসিন্দা রাজনৈতিক দলের কর্মী সাইফুল ও বেসরকারি ব্যাংক কর্মকর্তা কুরপাড় এলাকার আনিছুর রহমান।
এদিকে পৌর শহরের মেঁছুয়া বাজারের সবজি বিক্রেতা সুজন পাল ও সুমন ইসলাম বাংলানিউজকে জানান, সবজি না থাকায় ব্যবসায় ধস নেমেছে। বলতে গেলে এখন তারা একরকম বেকার। দোকানে আসা হচ্ছে কিন্তু মালামাল না থাকায় বেচাকেনা নেই। বসেই অলস সময় কাটছে। তবে দু-এক দিনের মধ্যে যদি বৃষ্টি কিছুটা কমে, তাহলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
বাজার ঘুরে একাধিক সবজি বিক্রেতার সঙ্গে কথা হলে তারা বাংলানিউজকে জানান, বর্তমান সবজির মন্দা পরিস্থিতির দু’দিন আগেও টমেটো ১৯০ টাকা, শিম ১২০ টাকা, ঝিঙ্গা, করলা ও ঢেঁড়স ৫০ টাকা, কাকরোল, কপি, মুলা, বেগুন (লম্বা-গোল) ও মরিচ ৪০ টাকা, পটল ৩৫ টাকা, আলু (দেশি/জাম/ হল্যান্ড) ও ধুন্দল ৩০ টাকা ও পেঁপে ২০ টাকা কেজি বিক্রি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এইচএমএস/এসএ