ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

১০৯ মামলার পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
১০৯ মামলার পলাতক আসামি গ্রেফতার

ঢাকা: প্রতারণার অভিযোগে দায়ের করা ১০৯ মামলার পলাতক আসামি ইব্রাহিম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান জানান, ১০৯ মামলার আসামি গোদাগাড়ী এলাকার বাসিন্দা প্রতারক ইব্রাহিম দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে তাকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল তিনটায় রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান শারমিন জাহান।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।